কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী ইংরেজি শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই ঢাকায় মার্কিন দূতাবাস ও গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (জিএএসডি) এই কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও কক্সবাজারের রোহিঙ্গা হোস্ট কমিউনিটি থেকে প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জনেরও বেশি ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেছেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষকদের বহুভাষিক শ্রেণিকক্ষে ইংরেজি শিক্ষাদানের কৌশল উন্নত করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো।
ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং পাবলিক অ্যাফেয়ার্স অফিসার স্কট হার্টম্যান প্রধান অতিথি হিসেবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি তার ইংরেজি শিক্ষার গুরুত্ব এবং এই কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেছেন।
জিএএসডির চেয়ারম্যান ড. মহিবুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী ও ডিন প্রফেসর কাজী মোস্তাঈন বিল্লাহ।
কর্মশালায় কি-নোটস স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শায়লা সুলতানা।
প্ল্যানার স্পিকার ছিলেন বেল্টা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ বশির।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইংরেজি শিক্ষাদানের বিভিন্ন কৌশল এবং পদ্ধতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। শিক্ষকরা এই কর্মশালায় অংশগ্রহণ করে খুবই উৎসাহিত হয়েছেন এবং তারা এই জ্ঞানকে তাদের শিক্ষার্থীদের শিক্ষাদানে কাজে লাগাতে চান।
পূর্বকোণ/এরফান/পারভেজ