চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

৪৫ লট পণ্যের নিলাম আজ

কোটি টাকার একাধিক পণ্য বিক্রি হবে অনলাইন নিলামে

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত ৪৫ লট পণ্য রবিবার (১২ জানুয়ারি) অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি বছরের প্রথম এই নিলামে ৪৭ লট পণ্য রাখা হলেও দুই লট পণ্যের নিলাম স্থগিত করা হয়েছে। ফলে ৪৫ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। যার মধ্যে একাধিক পণ্যের সংরক্ষিত মূল্য কোটি টাকার বেশি।

 

নিলামে তোলা ৪৫ লট পণ্যের মধ্যে রয়েছে নিট ফেব্রিক্স প্রিন্টেড, প্লাস্টিক ম্যাটেরিয়াল, উড ফ্রি পেপার, নন ওভেন ফেব্রিক্স, ডুপ্লেক্স পেপার বোর্ড, তিন চাকার অটোরিকশার টিউবসহ টায়ার, ফায়ার রেসিসটেন্ট ডাবল ডোর শিট, মার্বেল ব্লক, স্টিকার প্রিন্টেড, ডেনিম ফেব্রিক্স, সোডিয়াম সালফেট, কম্বলের কাপড়, নাট বোল্ট, ডার্ক গ্রিন রিফ্লেক্টিভ গ্লাস, রাবার শিট, এনিম্যাল ফিড, তরল পরিমাপক যন্ত্র, মোজা তৈরির মেশিন, এডহেসিভ পেপার, ব্যবহৃত এস্কেভেটর, পলেস্টার ও রেয়ন ফেব্রিক্স ইত্যাদি।

 

গত ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে অনলাইন নিলামের দর গ্রহণ শুরু হয়েছে, চলবে আজ নিলামের দিন ১২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত নিলামের পণ্য বিডারদের দেখার সুযোগ দেওয়া হয়েছিল। পণ্যগুলো একাধিকার নিলামে তোলা হলেও সেগুলো বিক্রি হয়নি। তাই পুনরায় অনলাইন নিলামে তোলা হচ্ছে। অনলাইন নিলামে দেশের যে কোন স্থান থেকে অংশগ্রহণ করা যায়। তাই অনলাইন নিলামে বেশি পরিমাণে অংশগ্রহণকারী পাওয়া সম্ভব এবং প্রতিযোগিতামূলক দর পাওয়া সম্ভব।

 

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, যেসব চালানের পণ্য আমদানিকারকেরা খালাস নেন না, ব্যবহার উপযোগিতা থাকে সেগুলো নিলাম করা কাস্টম হাউসের রুটিন কাজ। যেসব পণ্য নষ্ট হওয়ায় ব্যবহার উপযোগিতা হারিয়েছে কিংবা বিপজ্জনক সেগুলো ধ্বংস করা হয়। যথারীতি চট্টগ্রাম কাস্টমসের অনলাইন নিলাম পরিচালনা করবে সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট