চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বর্তমান সময়কে ‘ইহুদিবাদের শেষ অধ্যায়’ বললেন ইসরায়েলি ইতিহাসবিদ

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ণ

বর্তমান সময়ে ইহুদিবাদ তার শেষ অধ্যায় বা সবশেষ চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে বলে মনে করেন ইসরায়েলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক রাজনীতিবিদ ইলান পাপ্পে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে ইলান পাপ্পে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন ইহুদিবাদ এখন চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে। বলেন, ‘আমি কিছুটা সতর্কতার সঙ্গে বলতে রাজি আছি যে, এটা জায়নবাদের (ইহুদিবাদ) শেষ অধ্যায়।’

 

তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবে, মতাদর্শগত আন্দোলনে বর্তমান (ইহুদিবাদের) বিকাশ – ঔপনিবেশিক হোক বা সাম্রাজ্যবাদী হোক না কেন, এটা কোন ব্যাপার না – এটি সাধারণত চূড়ান্ত অধ্যায়।’

 

তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেষ পর্যায়কে ‘একটি দীর্ঘ প্রক্রিয়া’ বলেও উল্লেখ করেন তিনি। ইলান পাপ্পে বলেন, এটা কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। এটা হবে কি না সেটা বড় কথা নয়, প্রশ্ন হচ্ছে কখন হবে…।’

ইউরোপীয় ফিলিস্তিনি নেটওয়ার্কের সম্মেলনে জড়ো হয়ে কয়েক ডজন শিক্ষাবিদ, কর্মকর্তা, কর্মী এবং লেখকের সঙ্গে এই ইসরায়েলি ইতিহাসবিদ কোপেনহেগেনে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে ‘মানবতা, স্বাধীনতা, অধিকার এবং ন্যায়বিচারের জন্য একসঙ্গে’ শিরোনামে ব্যানার দেখা গেছে।

পাপ্পে আল জাজিরাকে আরও বলছিলেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে গাজায় গণহত্যা কমপক্ষে কয়েক মাস চলতে থাকবে।

এদিকে, ইসরায়েলের গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীরজুড়ে উত্তেজনা বাড়ছেই। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ৪৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ৮৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন। সূত্র: ইত্তেফাক

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট