চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ওটিডিএমসির ২৫ বছর পূর্তিতে ৩ শতাধিক শিক্ষার্থীর নৃত্য পরিবেশনা

বিজ্ঞপ্তি

১১ জানুয়ারি, ২০২৫ | ৬:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠলো বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক ওড়িশী বিদ্যায়তন ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম এর ২৫ বছর পূর্তির প্রারম্ভিক আয়োজনের। ৩০০ শতাধিকরেও অধিক শিক্ষার্থী “তোমারও অসীমে প্রাণমন লয়ে” ও ” নব নব রূপে এসো প্রাণে” শীর্ষক শিরোনাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এবারের আয়োজন উৎসর্গ করা হয় প্রতিষ্ঠানের মূখ্য উপদেষ্টা উপমহাদেশের প্রখ্যাত ওড়িশী নৃত্যগুরু, প্রমা অবন্তী’র নৃত্যগুরু সদ্য প্রয়াত গুরু পৌষালী মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে। গত ২২ ডিসম্বের তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত ছিলেন অনুবাদক ও সাহিত্যিক আলম খোরশেদ,শিক্ষাবিদ রীতা দস্তিদার, নৃত্যশিল্পী ও নৃত্যগুরু মানসী দাশ তালুকদার ও নাট্যকার ও নির্দেশক অধ্যাপক সনজীব বড়ুয়া।অতিথিরা বলেন বাংলাদেশে ওড়িশী নৃত্যের প্রচার ও প্রসারে এই প্রতিষ্ঠানটি যেভাবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তা নি:সন্দেহে প্রশংসার শুধু তাই নয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বাক্ষর রেখে চলেছে এই প্রতিষ্ঠানটির সকল প্রযোজনা। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় প্রমা অবন্তী’র প্রথম নৃত্যশিক্ষা গুরু সীমা মুৎসুদ্দি মহোদয়াকে। অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন অধ্যাপক সনজীব বড়ুয়া ও সঞ্চালনায় ছিলেন কঙ্কন দাশ।নৃত্যানুষ্ঠান পরিকল্পনা ও নৃত্য নির্মিতিতে ছিলেন প্রমা অবন্তী।অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনায় ছিলেন নিবিড় দাশ গুপ্তা, তূষি শর্মা,রিয়া বড়ুয়া,আফসানা ইকবাল হিয়া, ময়ূখ সরকার, দিয়া দাশ গুপ্তা ও অর্জিতা সেন চৌধুরী। প্রযোজনা অধিকর্তা ছিলেন অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। আলোক পরিকল্পনায় ছিলেন আসিফ ইবনে ইউসুফ। আবহ প্রক্ষেপণে ছিলেন সাথী চক্রবর্তী ও সুমেধ বড়ুয়া। ভিডিও সম্পাদনায় ছিলেন অভ্র বড়ুয়া, ময়ূখ সরকার, সুমেধ বড়ুয়া ও আদিত্য বর্ধন মুগ্ধ। সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম। মিলনায়তন ভর্তি দর্শক শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন