চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ঢাকায় পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৫ | ৭:২০ অপরাহ্ণ

দেশে প্রথমবারের মতো ‘ব্যাট রিওভাইরাস’ শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাঁচজন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তারা সবাই ঢাকার বাসিন্দা। তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে  তাদের শরীরে কোনো জটিলতা নেই।

 

শুক্রবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, সম্প্রতি নিপা ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে ব্যাট রিওভাইরাস শনাক্ত হয়েছে।

 

তিনি বলেন, নতুন জীবাণু নিয়ে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। এই ভাইরাসের প্রকৃতি অনেকটা করোনাভাইরাসের মতো। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সৃষ্টি করতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ।

 

প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রিওভাইরাসের সাধারণত ৯টি ধরন হয়। এর মধ্যে ৪টি ধরন মানবদেহে পাওয়া যায়। আর বাকিগুলো অস্তিত্ব এখন পর্যন্ত মানবদেহে পাওয়া যায়নি। আর এই রিওভাইরাসেরই একটি ধরন ব্যাট-রিওভাইরাস, যা বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়া গেছে। এই ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ের মাঝে পাওয়া যায়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট