চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

বাড়ি ফেরা হল না ফটিকছড়ি প্রবাসী রাশেদের

ইউএই প্রতিনিধি

৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৫ অপরাহ্ণ

আবুধাবিতে স্ট্রোকে আক্রান্ত হয়ে রাশেদুল আলম রাশেদ (৩১) নামে এক তরুণ প্রবাসীর মৃত্যু হয়েছে।

 

রাশেদ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন জাহানপুর গ্রামের আব্দুর রশিদ সারেং বাড়ির আলহাজ শামসুল আলমের ছেলে।

 

আজ বুধবার (৮ জানুয়ারি) তিনি আবুধাবি শহরের মদিনা যায়েদ এলাকায় বাসায় ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করেন বলে মৃতের মেজো ভাই মোহাম্মদ নাসির পূর্বকোণকে জানিয়েছেন।

 

সকালে ঘুম থেকে না ওঠায় ১১টার দিকে তাকে রুমমেটরা ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় নিথর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

 

নাসির জানান, গত সোমবার তার দেশে যাওয়ার বিমান টিকেট এবং শপিং করা থাকলেও কাজের প্রয়োজনে রাশেদ শেষ মুহূর্তে ছুটিতে যাওয়া এক মাসের জন্য পেছান।

 

৭ বছর ওমানে থাকার পর বছর খানেক আগে তিনি আবুধাবি আসেন এবং একটি ভ্যালে পার্কিং কোম্পানিতে কাজ নেন। মৃত্যুকালে তিনি তার নিঃসন্তান, স্ত্রী, বাবা-মা, তিন ভাই ও দুই বোন রেখে যান।

 

রাশেদের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াসস্থ সেন্ট্রাল মর্চারিতে রাখা হয়েছে বলে পূর্বকোণকে জানান তার বন্ধু ও নিকটাত্মীয় আবুধাবি প্রবাসী তানভীর ফরহান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে প্রেরণ করা হবে।

 

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন