চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মথুরা মোহন দেবনাথের পরলোকগমন

অনলাইন ডেস্ক

৮ জানুয়ারি, ২০২৫ | ৮:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মথুরা মোহন দেবনাথ (৮০) পরলোক গমন করেছেন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

 

শোক প্রকাশ করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি পরিমল চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি অধ্যাপক অর্পন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক এড. নিখিল কুমার নাথ প্রমুখ।

 

তারা পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশের পাশাপাশি পরলোকগত আত্মার সদগতি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট