চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লামায় পিসিসিপির উপজেলা ও পৌর শাখা কমিটি ঘোষণা

লামা-আলীকদম সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৪২ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হচ্ছে বাঙালিরা। উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেরকে আদিবাসী বলা অসাংবিধানিক।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা ও পৌর শাখার লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র নেতা মো. রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, পিসিসিপি বান্দরবান জেলা কমিটির সভাপতি মো. আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ।

 

বক্তারা বলেন, পাহাড়ে শিক্ষা ক্ষেত্রে উপজাতি ৯০ শতাংশের উপরে। বাঙালিদের ক্ষেত্রে এই হার ২০%। জুলাই বিপ্লবে সারাদেশ বৈষম্যমুক্ত হলেও পাহাড়ের তিন জেলায় অসাংবিধানিকভাবে বৈষম্যের শিকার বাঙালিরা। বাঙালি অধ্যুষিত লামা উপজেলাটি নেতৃত্বের ক্ষেত্রে আরো বেশি বৈষম্যের শিকার হয়েছে।

 

বিপ্লব পরবর্তী গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হিসেবে বৃহত্তর লামা থেকে কোনো সদস্য নেয়া হয় নাই। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ও আঞ্চলিক পরিষদের নির্বাচন দেয়ার দাবি করেন বক্তারা।

 

প্রোগ্রাম শেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও আরমান হোসেনকে সাধারণ সম্পাদক করে মোট ৪৪ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা দেয়া হয়।

 

লামা পৌর শাখার সভাপতি মো. ইমদাদুল হক মিলন ও মো. রাজু হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

 

পূর্বকোণ/রফিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট