কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার স্যালাইন ব্যাগভর্তি চোলাইমদসহ অটোরিকশা জব্দ করেছে।
বুধবার (৮ জানুয়ারি) ভোর ৬টায় রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড় থেকে এসব জব্দ করা হয়।
অভিযানে অটোরিকশার ভিতরে রাখা স্যালাইন ব্যাগভর্তি ১৮০ লিটার চোলাইমদ এবং একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোচালক ও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান জানান, অটোচালককে অজ্ঞাতনামে ও অপর সহযোগীকে আসামি করে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ