চট্টগ্রাম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

অবৈধ দখল ও পার্কিংমুক্ত হল মইজ্জারটেক চত্বর

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৫ | ১১:৩১ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশমুখ মইজ্জারটেক গোল চত্বরের চারপাশের রাস্তা ও ফুটপাতকে ভাসমান দোকান ও অবৈধ পার্কিংমুক্ত করেছে ট্রাফিক বিভাগ। যানবাহন অপসারণ করার জন্য নো পার্কিং সাইনসহ বেশ কিছু গাছের টব বসানো হয়েছে। এতে করে মইজ্জারটেক চত্বরের চারপাশ অবৈধ পার্কিংমুক্ত হওয়ার পাশাপাশি মহাসড়কে যান চলাচল হয়েছে গতিশীল। এছাড়া পথচারীদের নিরাপদে চলাচলের জন্য বাধাহীন ফুটপাত দৃশ্যমান হয়েছে ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মইজ্জারটেক এলাকায় এমন দৃশ্য চোখে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকার বলেন,  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক নগরীর ট্রাফিক ইন্টারসেকসনগুলো অবৈধ পার্কিংমুক্ত করে যানবাহন চলাচলে উপযোগী রাখার জন্য আমরা কাজ করছি। মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীও এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।

তবে উপস্থিত বেশ কিছু যাত্রী ওপথচারী এই উদ্যোগের প্রশংসা করলেও তারা অতীতের মতো উচ্ছেদের পর পুনরায় দখলের পাঁয়তারা রুখতে না পারলে র্দীঘ মেয়াদে সুফল পাওয়া যাবে না বলে মত প্রকাশ করেন। শামীম নামের এক পথচারী বলেন, হয়তো দেখবেন এখন যিনি একটা ভালো চিন্তা থেকে এই উদ্যোগ নিয়েছেন তিনি বদলি হলে নতুন মানুষ আসলে চিন্তার পরিবর্তন হবে। 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন