চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

শীতার্ত ৩ শ’ দুস্থ মানুষকে কম্বল দিল জামায়াত

বিজ্ঞপ্তি

৩ জানুয়ারি, ২০২৫ | ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পাঁচলাইশ থানা জামায়াতের ৮ নম্বর শুলকবহর খুলশী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত ৩০০ দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় খুলশী কলোনি মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের শূরা সদস্য এবং পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের অন্যতম স্পন্সর স্মাইল ফাউন্ডেশনের সভাপতি কায়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি শহীদ উল্লাহ তালুকদার।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এস এ এম নুর হোসাইন। বক্তব্য রাখেন মুরাদপুর ওয়ার্ড সভাপতি মো. আলমগীর আলম, স্মাইল ফাউন্ডেশনের সেক্রেটারি হেলাল সিকদার, স্থানীয় মহল্লা কমিটির নেতৃবৃন্দ। যাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলম, ইঞ্জিনিয়ার দিদার, মোহাম্মদ আকতার, আলী করিমুল্লাহ হারুন, আবুল খায়ের, মোহাম্মদ মুমিনুল হক, আব্দুল হক সুমন ও মাহফুজুল হক।

 

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত নেতৃবৃন্দ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট