চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে ডুবল বালুবাহী বাল্কহেড

অনলাইন ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে সোমবার (৩১ ডিসেম্বর) রাতে একটি বালুবাহী বাল্কহেড ‘অনিমা সায়মা ২’ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও গুপ্তা বাঁকের মধ্যবর্তী চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে, যা জাহাজ চলাচলে সামান্য বিঘ্ন সৃষ্টি করেছে। তবে, বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

জানা গেছে, সোমবার রাত ৯টায় ‘এমভি জিয়ানিনা-২’ নামের একটি কনটেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী টাগবোট ‘কাণ্ডারি ১’ ঘটনাস্থলে পৌঁছে তিন নাবিককে উদ্ধার করে।

 

বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু হলেও, এখনও বাল্কহেডটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, উদ্ধারের জন্য বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ ‘জরিপ ৯’ পুরোপুরি প্রস্তুত রয়েছে। কিন্তু বাল্কহেডের মালিককে দ্রুত নৌযানটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। যদি তা না করা হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দুর্ঘটনা সত্ত্বেও বন্দরের জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। আজ ১২টি জাহাজ নিরাপদে বন্দরে আসা-যাওয়া করেছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট