চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন উপহার ‘ভ্রমণিকা’ এপস

কক্সবাজার সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৯ অপরাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসন পর্যটকদের জন্য একটি নতুন উপহার দিয়েছে। ‘ভ্রমণিকা’ নামে একটি মোবাইল এপ যা পর্যটকদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ হিসেবে কাজ করবে।

এই এপটিতে কক্সবাজারের সমস্ত পর্যটন স্পট, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। পর্যটকরা এই এপের মাধ্যমে সহজেই তাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।

 

এপটিতে কী কী পাওয়া যাবে:

হোটেল বুকিং: কক্সবাজারের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এই এপে সন্নিবেশিত আছে। পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী হোটেল বুক করতে পারবেন।

স্থানীয় আকর্ষণ: কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট, যেমন সৈকত, দ্বীপ, বৌদ্ধ বিহার ইত্যাদির তথ্য পাওয়া যাবে।

যাতায়াত: কীভাবে বিভিন্ন স্থানে যাওয়া যাবে, সে সম্পর্কিত তথ্য দেওয়া থাকবে।

রেস্টুরেন্ট: কক্সবাজারের বিভিন্ন রেস্টুরেন্টের তালিকা এবং তাদের খাবারের মেনু পাওয়া যাবে।

অন্যান্য সেবা: ঘোড়ায় চড়া, বিচ বাইক রাইড, জেটস্কি রাইড ইত্যাদি সেবা কোথায় পাওয়া যাবে, সে সম্পর্কিত তথ্যও দেওয়া থাকবে।

 

জরুরি যোগাযোগ: জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, ডাক্তার, বিচ ভলান্টিয়ারদের ফোন নম্বর পাওয়া যাবে।

আবহাওয়া এবং জোয়ার-ভাটা: পর্যটকদের নিরাপত্তার জন্য আবহাওার পূর্বাভাস এবং জোয়ার-ভাটার সময়সূচি দেওয়া থাকবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, ‘ভ্রমণিকা’এপটি কক্সবাজারের পর্যটন খাতকে আরও উন্নত করতে সহায়তা করবে। এটি পর্যটকদের জন্য একটি একক স্টপ সার্ভিস হিসেবে কাজ করবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করি এই এপটি পর্যটকদের কক্সবাজার ভ্রমণকে আরও সহজ এবং আরামদায়ক করে তুলবে।

 

কীভাবে এপটি ডাউনলোড করবেন:

গুগল প্লে স্টোরে গিয়ে ‘Vromonika’ সার্চ করে এই এপটি ডাউনলোড করতে পারেন।

পর্যটকেরা মনে করেন, ‘ভ্রমণিকা’ এপটি কক্সবাজারের পর্যটন খাতের জন্য একটি বড় অর্জন। এই এপটির মাধ্যমে পর্যটকরা কক্সবাজার সম্পর্কে সব ধরনের তথ্য সহজেই পেয়ে যাবেন।

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট