চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রতারণা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া বণিক পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া বণিক পাড়া খোকন ধরের বাড়ির কাঞ্চন ধরের ছেলে এবলু ধর (২৮) ও খোকন চন্দ্র ধরের ছেলে রুপন ঘর (৪০)।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানারিউপ-পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) সেকেন্দার মিয়া বলেন, সাতকানিয়া থেকে প্রতারণা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর