চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কালুরঘাটে বেইজ টেক্সটাইলে আগুন

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৪ | ১২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কালুরঘাটের বেইজ টেক্সটাইলের পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দীন। তিনি বলেন, কারখানাটি গত তিন চার বছর ধরে বন্ধ রয়েছে। সকালে কারখানার একটি ভবনে আগুন লাগে। তবে সেখানে কিছু খালি কার্টুন ছাড়া তেমন কিছু ছিল না। খবর পেয়ে সকাল ৯টার ২০ মিনিটে স্টেশনের দুইটি গাড়ি গিয়ে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও জানান, গত কিছুদিন ধরে সেখান থেকে মালামাল চুরি হয়ে যাচ্ছিল। কিভাবে আগুন লেগেছে তা তদন্তসাপেক্ষে জানা যাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট