চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নিজেদের অর্জিত টাকায় গণমানুষের কল্যাণে কাজ করছে জামায়াত: অধ্যক্ষ নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

নিজেদের অর্জিত পকেটের টাকা দিয়ে গণমানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

 

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী পদ-পদবী, প্রভাব-প্রতিপত্তি বা বৈষয়িক স্বার্থে রাজনীতি করে না বরং সংগঠনের রাজনৈতিক দর্শনই হচ্ছে আর্ত-মানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণ। জামায়াতে ইসলামীর কেউ কোনো অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো ধরনের অপরাধ প্রবণতার সঙ্গে জড়িত নয় বরং নিজেদের অর্জিত পকেটের টাকা দিয়ে গণমানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

 

২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ড আমীর কবির আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি ডাক্তার কফিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা আমীর মুহাম্মদ আবদুল গফুর, থানা নায়েব আমীর ডাক্তার আবদুল মতিন তালুকদার, ৩০ নম্বর ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদার, এসএফসি ওয়ার্ডের সভাপতি ক্যাপ ইলিয়াস মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আযম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস. এম সাহাব উদ্দিন, হারুন অর রশিদ, ইমাম হোসাইন প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট