চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

৫ দিন ধরে টেকনাফের কলেজছাত্র নিখোঁজ

টেকনাফ সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৯ অপরাহ্ণ

টেকনাফে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার সিটি কলেজের এক ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও পাওয়া যায়নি।

 

জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা দক্ষিণ লেদার ছৈয়দ আকবরের ছেলে কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ুয়া মাহবুব আলম (২২) বাড়ি থেকে বের হয়ে এখনো নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ থাকায় পরিবারের স্বজনদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।

 

নিখোঁজ কলেজ ছাত্রের পিতা ছৈয়দ আকবর জানান, সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তার ভাই জাফর আলম রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে টেকনাফ মডেল থানায় অজ্ঞাত নামীয়দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কোন ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার ভাই জাফর আলমের ব্যবহৃত ০১৮৬৪২৬৬০০৪ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট