চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিন ‘বাংলা চ্যানেলে’ সাঁতার স্থগিত

টেকনাফ সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিনের মধ্যে ‘বাংলা চ্যানেলে’ সাঁতার স্থগিত করা হয়েছে। এবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কথা ছিল ‘আয়রনম্যান’ খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের। বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতার জন্য রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে টেকনাফ সমুদ্র সৈকতে সাঁতারুরা দল বেঁধে অনুশীলনও করেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হবার শঙ্কায় তা স্থগিত করা হয়েছে।

 

শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিনের মধ্যে ‘বাংলা চ্যানেলে’ সাঁতার প্রতিযোগিতা। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের মধ্যে নৌপথের স্রোত ধারাটির নাম ‘বাংলা চ্যানেল’।

 

রবিবার (২৯ ডিসেম্বর) বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ এডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার জানান, শনিবার রাতে প্রশাসন থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সাঁতারের আয়োজন বন্ধ রাখার নিদের্শনা দেওয়া হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এই নৌপথে ১৯তম বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সাঁতার শেষ করার কথা ছিল সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে। এবারের সাঁতারের আয়োজক ছিল ‘ষড়জ এডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। আয়োজনে সহযোগিতায় ছিলেন ভিসাথিং, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, এনসিসি ব্যাংক, সরকার এগ্রো ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

এ পর্যন্ত ২০ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া লিপটন সরকার বলেন, ধারাবাহিকভাবে এ নৌপথে সাঁতার অনুষ্ঠিত হয়ে আসছিল। এই সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি। আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা এ সাঁতারে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছিল। প্রত্যেক সাঁতারুর জন্য বোট ও উদ্ধারকর্মী ছিল। প্রতিবারেই সাঁতারুদের অংশগ্রহণ বলে দিচ্ছে বাংলাদেশে দূরপাল্লার এ সাঁতার কতটা জনপ্রিয়। এবারও একজন নারীসহ ৪৭ জন সাঁতারু অংশ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে হঠাৎ সাঁতার স্থগিত করা হয়েছে। এবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কথা ছিল ‘আয়রনম্যান’ খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের। এছাড়া একমাত্র নারী সাঁতারু হিসেবে এমএসটি সোহাগী আক্তারেরও অংশ নেওয়ার কথা’।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, শনিবার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (জাতীয় পর্যটন সংস্থা) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ ও সংঘর্ষ চলমান রয়েছে। এর ফলে বাংলাদেশেও হতাহতের ঘটনা ঘটেছে। তাই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বিধায় সাঁতার প্রতিযোগিতা আয়োজন সমীচীন হবে না।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট