বিনা অনুমতিতে মাটিকাটা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার দায়ে চট্টগ্রামের হাটহাজারীতে তিনটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(২৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
তিনি বলেন, হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় মাটি কাটার অনুমতি ও লাইসেন্স না থাকায় জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার, এমবি ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ও ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ