চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চবির শাটলে দুই শিক্ষার্থীর ওপর ছিনতাইকারীর হামলা

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪ | ৬:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছে ছিনতাইকারী। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনতাইয়ের শিকার ওই দুই শিক্ষার্থীর নাম মোরসালিন আহমেদ ও তানজিলা বেগম। তাঁরা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর মধ্যে মোরসালিন থেকে আট হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

 

আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দুই শিক্ষার্থী ক্যাম্পাসে যাওয়ার জন্য সকাল সাড়ে ১০টায় ষোলশহর থেকে শাটল ট্রেনে উঠেছিল। তারা পেছনের বগিতে ছিল। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। তবে ওই বগিতে তারা ছাড়া দুজনই ছিনতাইকারী ছিলেন। ট্রেন ছাড়ার সাথে সাথেই ছিনতাইকারীরা তাদের ওপর হামলা করে। একসময় আতঙ্কে তানজিলা নামে এক শিক্ষার্থী ট্রেন থেকে লাফ দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে তিনি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অন্য শিক্ষার্থী মোরসালিন আহমেদ মিরাজের কাছ থেকে প্রায় আট হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, এখন পর্যন্ত আমরা একজন ভুক্তভোগীর সাথে যোগাযোগ করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে শহরে পাঠিয়েছি। এ ঘটনা তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। এর বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট