চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

টেকনাফ সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৪ | ৪:৫৫ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৫ দালালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়ার পাহাড়ের ওপর আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘর থেকে তাদের উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শিলবনিয়া পাড়া আবদুস শুক্কুরের ছেলে রাশেদ (২৫), বাহারছড়া ৯ নম্বর ওয়ার্ড কচ্চপিয়ার সুলতান আহমদের ছেলে সালেহ আহমদ (৩৫) ও নুরুল কবির (২৭), একই গ্রামের রশিদ আহমদের ছেলে সৈয়দ আলম (২৪), সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইমান আলী চৌকিদার বাড়ির আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মো. শিপন (৩২)।

পলাতক আসামিরা হলো- কেফায়েত উল্লাহ (২৭), আব্দুল আমিন প্রকাশ জসীম (৪০), সুলতান আহমদ (৩৬), নুর মোহাম্মদ (৪৪), ছৈয়দুল হক (৪০), মোহাম্মদ জয়নাল (২৭), আব্দুল আমিন (৩৫) এবং অজ্ঞাতনামা ৯/১০ জন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আজ ভোরে অভিযান চালিয়ে ৬৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে। এ সময় ৫ দালালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট