চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

সোনালী স্বপ্ন পাঠশালার শিক্ষার্থীরা পেল শিক্ষাসামগ্রী ও কম্বল

মিরসরাই সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে সোনালী স্বপ্ন পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী বেড়িবাঁধ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়।

 

এর আগে ডোমখালী বেড়িবাঁধ সড়কে শিক্ষার্থীদের নিয়ে ‘শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো’ ‘শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই, শিক্ষার জন্য ঘর চাই’ ইত্যাদি স্লোগানে উপকূলীয় এলাকায় শিক্ষা বিস্তার, প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি শিক্ষা র‍্যালি বের করা হয়।

 

র‍্যালি শেষে সোনালী স্বপ্ন পাঠশালার ১০৫ জন শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী মঘাদিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী।

 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী স্বপ্ন সংগঠনের পরিচালক মঈনুল হোসাইন টিপু, সভাপতি ইকবাল হোসেন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ওমর ফারুক, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক সাইফুল ইসলাম নাঈমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা।

 

খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদানের যে কষ্ট সেটি লাঘবে স্থানীয়রা দাবি জানান একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার। এ সময় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী একটি জমি বরাদ্দের ঘোষণা দেন।

 

সোনালী স্বপ্ন সংগঠনটির সভাপতি মঈনুল হোসাইন টিপু বলেন, খোলা আকাশের নিচে শিশুদের পড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এখানটায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বেশ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন আমাদের একটি জমি বরাদ্দের ঘোষণা দিয়েছে যেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ ৷ আমরা পূর্বকোণ পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।

 

প্রসঙ্গত, গত সোমবার (১৬ ডিসেম্বর) পূর্বকোণের শেষের পাতায় ‘খোলা আকাশের পাঠশালায় সোনালী স্বপ্ন ১০৫ শিশুর’ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি অভিভাবকদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দেখে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজ জেরিন পাঠশালা সম্পর্কে খোঁজ নিয়ে এসব উদ্যোগ গ্রহণ করেন।

 

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট