চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

‘আন্তর্জাতিক বাভাসি অ্যাওয়ার্ড-২০২৪’ : সেরা অভিনেতা খালেদ

বিজ্ঞপ্তি

২৭ ডিসেম্বর, ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৪’র সেরা অভিনেতা ও মডেল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন খালেদ হোসেন চৌধুরী।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কচি কাঁচারমেলায় ৮ম চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ পুরস্কার লাভ করেন তিনি। প্রধান অতিথি ছিলেন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। দেশ ও দেশের বাইরের ১৫৩টি চলচ্চিত্র থেকে প্রদর্শীত ১০টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। সেরা অভিনেতা খালেদ হোসেন চৌধুরী (বিশ্বসুন্দরী)। সেরা চিত্রনাট্যকার কনা তেরেজা পালমা (প্রায়শ্চিত্ত)। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার মিরুজ খান রাজ (মরিচিকা)। সেরা মিউজিক ডিরেক্টর মীর হাসান স্বপন (মায়ের ইচ্ছা)। সেরা সম্পাদক দুলাল রহমান (সরি)। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে খালিদ হোসেন চৌধুরী বলেন, যে কোন কাজে স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলে সেটা অবশ্যই ভালো লাগে। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করি। ‘যে কোনো পুরস্কারই কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। আমি জুরিবোর্ডসহ এই আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে সম্মানিত করার জন্য।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট