চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে হযরত আসরাফ শাহ মাজারের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জনৈক ইলিয়াস পাহাড় থেকে গাছ কেটে ট্রলি বোঝাই করে নিচ্ছিলেন। এ সময় গাছগুলো নিতে বাধা দেয় অপর একটি গ্রুপ। গাছের নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপে মুখামুখি হলে উভয়ের মধ্যে গুলাগুলি হয়। এই ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়। গুলিতে আহতদের রাতেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছে বলে জানা গেছে। গুলিতে আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তাদের মধ্যে একজন উপজেলার বাগোয়ান ইউনিয়নের মো. মাহাবুব, অপরজন পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়ার গ্রামের মো. জামাল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিউল আলম চৌধুরী বলেন, ‘গাছের মালিক দাবিদার ইলিয়াসের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ ও বহনকারী গাড়ি উদ্ধার করে দেওয়া হয়েছে। তবে পরে শুনেছি ওই ঘটনাকে কেন্দ্র করে দু’জন ছড়রা গুলিতে আহত হয়েছেন। তবে ওই ঘটনায় কেউ মামলা করেনি।
ওসি আরো বলেন, ‘গাছের মালিককে ঘটনার বিষয়ে অভিযোগ দিতে অনুরোধ করা হলেও তিনি এই নিয়ে কোনো অভিযোগ দিতে রাজি হন নি।
পূর্বকোণ/আরআর/এএইচ