চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় আজহারীর মাহফিলের সব প্রস্তুতি শেষ

বিজ্ঞপ্তি

২৬ ডিসেম্বর, ২০২৪ | ৭:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন মাহফিলের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামি। বুধবার (২৫ ডিসেম্বর) পেকুয়ার সমাজ উন্নয়ন পরিষদ ও মরহুম মাওলানা শহিদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহফিল কমিটির উপদেষ্টা নাছির উদ্দীন, সংবাদিক ফারুক, মাহফিল কমিটি সভাপতি সৌকত ইসলাম বাহাদুর, মাহফিল কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, এসটম রহিম, শাহাদাত হোছাইন, এফএম সুমন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নিয়ামত উল্লাহ নিজামি বলেন, মাহফিলে প্রধান অতিথি থাকবেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রধান মুফাসসীর থাকবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
এতে মাহফিল কমিটির অর্থ সম্পাদক শাহাদাত হোছাইন বলেন, মাহফিলে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে ৩ শতাধিক ভলানটিয়ার থাকবে। এছাড়া মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট