চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এডভোকেট আলিফের খুনিদের শাস্তি দাবি

বিজ্ঞপ্তি

২৬ ডিসেম্বর, ২০২৪ | ৬:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী এপিপি এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের একমাস পূর্ণতা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদে জোহর কোর্টহিল জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লইয়ার্স কাউন্সিলের চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি এডভোকেট হাছান আলী চৌধুরী, এডভোকেট আবুল মোজাফফর, এডভোকেট আরিফুর রহমানম এডভোকেট মোহাম্মদ জুবায়ের প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চামড়া গুদাম জামে মসজিদের খতিব মাওলানা আজগর হাছান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অবিলম্বে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট