নবজাগরণের উদ্যোগে এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে স্বাক্ষর কর্মশালা ‘নাগরিক জ্ঞান সমৃদ্ধ করুন: কে আমি!’ (সিজন ২)। কর্মশালায় প্রায় ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ক্রিয়েটরস হাবে এই কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল নাগরিক দায়িত্ব, নেতৃত্বের ভূমিকা এবং যুবশক্তির সম্ভাবনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।
এতে আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের এডভোকেট শহীদুল আলম রাহাত এবং জজকোর্ট চট্টগ্রামের মুখপাত্র জগলুল আহমেদ। আলোচকরা তরুণদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধ করেন।
এডভোকেট শহীদুল আলম রাহাত বলেন, একজন সচেতন নাগরিকের দায়িত্ব শুধু নিজের অধিকার আদায়ে সীমাবদ্ধ নয়, বরং সমাজের উন্নয়নেও অবদান রাখতে হবে। নেতৃত্বের গুণাবলী তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হতে পারে।
অন্যদিকে, জগলুল আহমেদ বলেন, তরুণদের শক্তি এবং উদ্যোগ সমাজ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। তারা জানান, এই ধরনের উদ্যোগ তাদের সচেতনতা বাড়াতে এবং সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করতে অনুপ্রাণিত করে।
নবজাগরণের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মশালার মাধ্যমে তারা তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা করছেন।
বিওয়াইএলসির সহযোগিতায় নবজাগরণ আয়োজিত এই কর্মশালাটি একটি শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে, যা অংশগ্রহণকারীদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ