ভারত থেকে কেনা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। কাল বৃহস্পতিবার জেটিতে ভিড়বে। প্রথম জাহাজটিতে ২৪ হাজার ৬৯০ টন বস্তাভর্তি সিদ্ধ চাল রয়েছে। ভারত থেকে প্রথম দফায় ২৫ হাজার টন চাল এল আজ বুধবার (২৫ ডিসেম্বর)।
আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ব্লেজ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি তানাইস ড্রিম নামের জাহাজটি পৌঁছেছে বলে জানান চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুর্শী চাকমা।
আগামী কিছুদিনের মধ্যে ভারত, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে সাড়ে ৩ লাখ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এর বাইরে পাকিস্তান থেকেও ১ লাখ টন চাল আমদানির কথাবার্তা হচ্ছে। আমদানিকৃত চাল দেশের বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্রে জানা যায়, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। হিসাব অনুযায়ী, সরকারি গুদামে ৭ লাখ ৫৪ হাজার ৮৯২ টন চাল, ৪ লাখ ২০ হাজার ৩৫৬ টন গম এবং ৪ হাজার ৪২০ টন ধান মিলে সর্বমোট ১১ লাখ ৭৮ হাজার ১৮৬ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এটি সরকারি গুদামের মজুদ। এর বাইরে চালের মকাম, দোকান, মানুষের বাসাবাড়িতে প্রচুর চালের মজুদ রয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ