কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার না হতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুগেছে তিনটি ঘর। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ক্যাম্প-৪ ডাব্লিউতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ক্যাম্প-৪ ডাব্লিউতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর আসে। খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গা ভলান্টিয়ারদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তিনটি অস্থায়ী ঘরবাড়ি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।’
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রায় পাঁচ শতাধিক অস্থায়ী ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে নিহত হন শিশুসহ দুইজন।
পূর্বকোণ/পিআর