চট্টগ্রাম নগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহিউদ্দিন বাবুকে (৩৫) একযুগ পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। মহিউদ্দিন বাবু বন্দরটিলা এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন ইপিজেডের সিমেন্ট ক্রসিংএলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে আত্মগোপন করে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে মহিউদ্দিন বাবু। আইনানুগ নেওয়ার জন্য তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ