চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

দামি মোটরসাইকেলে ঘুরাফেরা, ভিআইপি সেজে ছিনতাই

কক্সবাজার সংবাদদাতা

২৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫৫ অপরাহ্ণ

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে চারজন সশস্ত্র ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোররাতে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া দক্ষিণ ডিককুল পাকা রাস্তায় একটি ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে দুটি ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত দুটি দামি মোটরসাইকেল উদ্ধার করে।

 

গ্রেপ্তার হল- আব্দুল জলিলের ছেলে আবিদ হাসান প্রকাশ মঞ্জুর আলম (২৪), মৃত মমতাজ উদ্দিনের ছেলে আলমগীর (২২), সিরাজুল হকের ছেলে জাহেদুল্লাহ (২৩) এবং মো. হোসেনের ছেলে মো. আরমান (২২)। এরা সবাই কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

আবিদ হাসান এবং জাহেদুল্লাহকে এর আগেও চুরি ও ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আলমগীর এবং মো. আরমানের বিরুদ্ধে মাদক সম্পর্কিত একাধিক মামলা রয়েছে।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট