চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মুরগি ডিম থেকে চার পা বিশিষ্ট বাচ্চা ফুটিয়েছে। ওই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির আহমদ সওদাগর পাড়ায় আজিজুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।
আজিজুল হকের ছেলে রিদুওয়ানুল হক নিশান বলেন, প্রায় ১ সপ্তাহ আগে একটি মুরগি ডিম থেকে ছয়টি বাচ্চা ফুটায়। এর মধ্যে একটি বাচ্চা চার পা বিশিষ্ট। মুরগির বাচ্চাটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
জানা যায়, শখের বশে মুরগি লালন-পালন ও বসতভিটা সংলগ্ন পুকুরে মাছ চাষ করে আসছেন রিদুওয়ানুল হক নিশান। এক সপ্তাহ আগে তার বাড়িতে একটি মুরগি ছয়টি ডিম থেকে বাচ্চা ফুটায়। এরমধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে। অন্যান্য বাচ্চার মতো স্বাভাবিকভাবে ওই মুরগির বাচ্চাটি চার পা দিয়ে চলাফেরা করছে। উৎসুক জনতা মুরগির বাচ্চাটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় করছেন।
এর আগে, ২০২৩ সালের ১৮ জানুয়ারিতে মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে সেফা ইনসান হাসপাতালে ৪ পা নিয়ে একটি শিশুর জন্ম হয়।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ