রজতজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী উৎসবের জন্য বর্ণিল সাজে সেজেছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে ছবি তোলার হিড়িক। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার প্রচারণা। পুর্নমিলনী উৎসবকে সফল করার লক্ষ্যে বিরতিহীন কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা।
রাত পোহালেই বুধবার (২৫ ডিসেম্বর) প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উপলক্ষে পুর্নমিলনী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে চারদিক যেনো উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে রং-বেরঙের ঝাড়বাতি দিয়ে। এছাড়া ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে রয়েছে বাহারী ব্যানার-ফেস্টুনের সমাহার। দিনব্যাপী রয়েছে নানা ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজন।
পুর্নমিলনী উৎসবে সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন। প্রধান অতিথি থাকবেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা বস্ত্রশিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, পুর্নমিলনী উৎসবকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাঠে প্যান্ডেল বানানোসহ বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে রঙবেরঙের ঝাড়-বাতি। এছাড়া কলেজের নতুন ভবনের করিডোর পুরাতন ভবনের ফটক পর্যন্ত নানা রঙের আলপনা আঁকা হয়েছে।
পুর্নমিলনী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো.সাহেদ আহসান জানান, উৎসবকে ঘিরে ক্যাম্পাসের চারদিকে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই কলেজকে নতুন রূপে দেখছে। বর্ণিল সাজে সেজেছে কলেজ ক্যাম্পাস। শত ব্যস্ততাকে পাশ কাটিয়ে সবাই কাল একত্রিত হতে হচ্ছে পুরনো ক্যম্পাসে নতুনভাবে। একটি সফল সুন্দর বর্ণাঢ্য আয়োজনের লক্ষ্যে বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ