চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪ | ৬:১৫ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশ তাকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায়।

 

গ্রেপ্তার দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতির দায়িত্বে আছেন বলে জানা গেছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তf (ওসি) জাহিদুল কবির জানান, রাতে দুলালকে আটক করে পুলিশকে খবর দেয় কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশ গিয়ে দুলালকে থানায় নিয়ে আসে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

পূর্বকোণ/পিআর /পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট