চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

দুবাই ফেরা হল না রাউজানে যুবক রাসেলের

রাউজান সংবাদদাতা

২৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মো. রাসেল (২১) নামে দুবাই প্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাসেল ওই এলাকার উত্তর সর্তা লস্কর উজির বাড়ির মোহাম্মদ রফিকের একমাত্র ছেলে।

বুধবার (২৫ ডিসেম্বর) তার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের প্রতিবেশি দাদা মো. সাদ্দাম বলেন,‘গতকাল সোমবার গভীর রাতে ঘরে ফিরেছিল রাসেল। সকাল গড়িয়ে দুপুর হলেও ঘুম থেকে না উঠলে মা তাকে ডাকাডাকি করা হয়। সাড়াশব্দ না পাওয়ায় তার ঘরের বন্ধ দরজা খুলে দেখে- রাসেল ফ্যানের সাথে ঝুলে আছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, আড়াই বছর আগে রাসেল দুবাই গিয়েছিল। সেখানে নানা ও মামার দোকানে কাজ করতো রাসেল। প্রায় ৫০ দিন আগে দুবাই থেকে বাড়িতে বেড়াতে আসে রাসেল। আগামীকাল বুধবার সকালে দুবাইয়ের ফ্লাইট ছিল তার। তবে অনেকে বলছেন বেড়াতে আসার পর রাসেল আবারও বিদেশ যেতে অনিচ্ছা প্রকাশ করেন। রাসেল পরিবারের সবার বড় এবং একমাত্র পুত্র সন্তান।

রাউজান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তথ্যে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর আসল কারণ জানা যাবে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট