রাঙামাটির কাপ্তাইয়ের শিলছড়ি সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি এলাকায় তারা নিখোঁজ হয়।
নিখোঁজ দুই স্কুলছাত্র হলো- শাওন দাশ (১৬) ও প্রিয়নত্ত দে (১৫)। তারা দু’জনই চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। তারা চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, চট্টগ্রাম থেকে বেড়াতে এসেছিল ১০ স্কুলশিক্ষার্থী। দুপুরে চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে একটি ইঞ্জিনচালিত বোট নিয়ে কাপ্তাই সীতারঘাট মন্দিরের পাশে কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে নামে তারা। এদের মধ্যে আটজন কূলে উঠলেও দুই কিশোর পানির নিচে তলিয়ে যায়। তারা এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
পূর্বকোণ/পিআর/এএইচ