চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খাবারে কাপড়ের রং, চবি এলাকায় ৩ রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় খাবারে কাপড়ের রং মেশানোসহ নানা অপরাধে তিনটি রেস্টুরেন্টকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক রানা দেবনাথ ও আনিছুর রহমান।

 

সহকারী পরিচালক আনিছুর রহমান জানায়, চবি শিক্ষার্থীদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্বীপ হোটেল এন্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করায় ৮ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও খাবারে কাপড়ের রং মেশানোয় রহমানিয়া হোটেল এন্ড বিরিয়ানিকে ১৫ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে রান্না, দূষিত তেল ব্যবহার, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করায় শাহ আমানত হলের সামনে ঢাকা হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট