বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, ইসলাম একটি সার্বজনীন কল্যাণময় পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই এই দেশ কোরআন-সুন্নাহর আলোকে পরিচালিত হওয়ায় কাঙ্ক্ষিত। কিন্তু সে লক্ষ্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি। তাই দ্বীন কায়েমের আন্দোলনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মুমিনের জন্য বিজয় নিশ্চিত। দুনিয়াবি জীবনে আমাদের পদ-পদবী ভিন্নতর হলেও আমাদের মৌলিক পরিচয় হলো আমরা মুমিন। কিন্তু দাবি করলেই মুমিন হওয়া যাবে না; বরং যথাযথ গুণাবলী অর্জনের মাধ্যমেই নিজেকে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, মুমিনের প্রাথমিক গুণাবলী হচ্ছে- আল্লাহ ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, পিতামাতা, প্রতিবেশী, এতিম ও মুসাফিরদের হক যথাযথভাবে আদায় করা। তাই এসব বিষয় মুমিনের উপেক্ষা করার কোন সুযোগ নেই। তিনি ইমানের ওপর বলিষ্ঠ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসজিদ মিশন উত্তর জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মো. কেফায়েত উল্লাহর সঞ্চালনায় এ কর্মশালা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান, মসজিদ মিশন উত্তর জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিজামুদ্দিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জামাল হোসাইন, মাওলানা জাকির হোসাইন, মাওলানা ইমদাদুল হক আনসারী প্রমুখ।
পূর্বকোণ/মাহমুদ