চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মিরসরাই পৌরসভার সাবেক মেয়র শাহজাহানের ওপর হামলার অভিযোগ

মিরসরাই সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২৪ | ৯:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শাহজাহানের (৫৫) ওপর দুর্বৃত্তদের হামলা অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কমলদহ বাজারে এই হামলার ঘটনা ঘটে।

 

আহত অবস্থায় উদ্ধার করে তাকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

তার ভাতিজা মোহাম্মদ আলী জানান, শাহজাহান রবিবার দুপুরে মিরসরাই পৌর সদর থেকে শহরে যাচ্ছিলেন। পথে কমলদহ বাজারে জোহরের নামাজ শেষে ড্রাইভার হোটেলে খাবার খেতে যান। এ সময় ৮-১০ জনের একটি গ্রুপ তাকে অতর্কিত হামলা করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। বাম পা ভেঙে গেছে। এখন চমেকে চিকিৎসাধীন।

 

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার বিষয়টি অবগত নই। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট