বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মনোনীত হয়েছেন চট্টগ্রাম ফটিকছড়ির কৃতি সন্তান, ওমান প্রবাসী ও ব্যবসায়ী মো. নাসির উদ্দিন মাহমুদ।
বুধবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাকে এনআরবি ২০২৫-পুরস্কারে ভূষিত করা হয়।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে সম্মাননা সনদ ও সিআইপি সনদ তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ওমান প্রবাসী মো. নাসির উদ্দিন মাহমুদ উপজেলার নাজিরহাট পৌরসভা, ৬ নং ওয়ার্ডের মরহুম মোহাম্মদ ইসলামের ছোট ছেলে। তিনি ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান। সেখানে তিনি গড়ে তুলেন ‘গ্লোবাল মডার্ণ প্রজেক্ট’ নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মূলত গাড়ির এক্সেসারিজ, স্পেয়ার পার্টস ক্রয় বিক্রয়সহ পাইকারি ও খুচরা বিক্রির জন্য প্রসিদ্ধ। ধীরে ধীরে তিনি রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। তারই অবদানসরূপ তিনি ‘সিআইপি’ মর্যাদা অর্জন করেন।
নাসির মাহমুদ প্রায় তিন যুগ ধরে সুনামের সঙ্গে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। আয়কৃত অর্থ বৈধ পথে দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি এলাকা এবং দেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা-এতিমখানাসহ ধর্মীয় ও সামাজিক মানবিক ও সেবামূলক সংগঠনকে আর্থিক সহযোগিতা করে আসছেন। তার এই অবদান এবং রাষ্ট্রীয় পুরুষ্কারে এলাকাবাসী গর্বিত
পূর্বকোণ/এমটি/পারভেজ