চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন

মোরশেদ-সানাউল্লাহ-আজাদ পূর্ণ প্যানেলের জয়

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪ | ৩:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ এ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন-অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ-মোহাম্মদ রেজাউল করিম আজাদ পরিষদ।

 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হয়। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

 

দ্বি-বার্ষিক এ নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৬৫ জন। সবকটিতেই জয় পেয়েছেন মোরশেদ-আজাদ পরিষদ। এই প্যানেলের নেতৃত্বে থাকা জেনারেল সেক্রেটারি প্রার্থী মো. রেজাউল করিম আজাদ সর্বোচ্চ ২ হাজার ৮১৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

 

একই প্যানেলের সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ২ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. কামরুন নেছা রুনা ভোট পেয়েছেন ৯৬৪টি। আর সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. এম মাহফুজুর রহমান ভোট পেয়েছেন ৭২৪টি।
এছাড়া, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) পদে ডা. কামরুন নাহার দস্তগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুল মান্নান রানা ২ হাজার ৭১৪ ভোট এবং ডা. মো. পারভেজ ইকবাল শরীফ ২ হাজার ১৬২ ভোট এবং ডা. এ কে এম ফজলুল হক ২ হাজার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

জয়েন্ট সেক্রেটারি (ডোনার) পদে মোহাম্মদ শহীদ উল্লাহ এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে মো. জাহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ট্রেজারার পদে অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২ হাজার ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। জয়েন্ট ট্রেজারার পদে ২ হাজার ৩৬৩ ভোট পেয়ে জয়ী হন লায়ন এস এম কুতুব উদ্দিন। অর্গানাইজিং সেক্রেটারি পদে মোহাম্মদ সাগির ২ হাজার ৫৩৬ ভোটে এবং স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদে ডা. ফজল করিম বাবুল ২ হাজার ৬৩৮ ভোটে নির্বাচিত হন। ডোনার মেম্বার পদে ১৪৮ ভোটে মোহাম্মদ হারুন ইউসুফ এবং ১৩৫ ভোটে ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী নির্বাচিত হন।

 

এছাড়া মেম্বার পদে তারিকুল ইসলাম তানবির ১ হাজার ৯৩৬ ভোটে, ডা. আব্বাস উদ্দিন ১ হাজার ৮১০ ভোটে, মো. সাইফুল আলম ১ হাজার ৭৪১ ভোটে, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী ১৭১৪ ভোটে, ডা. মোহাম্মদ সারোয়ার আলম ১৬৭২ ভোটে, ডা. মোহাম্মদ ইউসুফ ১৬৭১ ভোটে, ডা. শাহনেওয়াজ সিরাজ ১৬৭১ ভোটে, মোহাম্মদ আবুল হাশেম ১৬৪৭ ভোটে, ডা. এটিএম রেজাউল করিম ১৬২৭ ভোটে এবং ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ১৫২৭ ভোটে নির্বাচিত হন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট