চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মহেশখালীতে সাজাপ্রাপ্তসহ ৬ আসামি গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৪ | ৮:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- উপজেলার হোয়ানক হরিয়ারছড়ার বাসিন্দা শাহীন আলম, মোহাম্মদ হোসেন, মো. হাছান, সাবেকুন নাহার, মাহবুব আলম ও রেশমা আক্তার।

 

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ।

 

তিনি জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট