চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই: শাহজাহান চৌধুরী

বিজ্ঞপ্তি

২১ ডিসেম্বর, ২০২৪ | ৬:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দল-ধর্মের ব্যবধান না করে দেশ ও জাতির বিরুদ্ধে পরিচালিত দেশি ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই।

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে দেওয়ান বাজারস্থ বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার এক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

 

তিনি বলেন, মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনও উন্নতি করতে পারে না। দল-ধর্মের ব্যবধান না করে দেশ ও জাতির বিরুদ্ধে পরিচালিত দেশি ও বিদেশি ষড়যন্ত্র মোবাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই।

 

চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান।

 

এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক ও আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান এলাহী, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, বন্দর থানা আমির মাহমুদুল আলম, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমি, সদরঘাট থানা আমির এম এ গফুর, আকবরশাহ থানা আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসাইন প্রমুখ।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট