চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে দোকান থেকে ৬ লাখ টাকার মোবাইল-ল্যাপটপ চুরি!

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৪ | ৩:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে মোবাইলের দোকান থেকে ৬ লাখ টাকার মোবাইল-ল্যাপটপ চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই দোকানের নাম রহমানিয়া টেলিকম এন্ড কম্পিউটার রিসোর্স।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট এলাকার নুরপ্লাজা মার্কেটে এই ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, আজ সকাল ৯টায় তারা দেখেন রহমানিয়া টেলিকম নামে ওই দোকানের তালা খোলা। তারা মনে করেছেন দোকানের মালিক বা কর্মচারীরা কেউ দোকানে ঢুকেছেন। পরে তারা জানতে পারেন দোকানে চুরি হয়েছে।

জানা গেছে, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- ২টি ল্যাপটপ, ২৫টি বিভিন্ন ব্রাণ্ডের মোবাইল ও নগদ ২ লাখ টাকা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, চুরির ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট