চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ৬ শতাধিক রোগী

বাঁশখালী সংবাদদাতা

২০ ডিসেম্বর, ২০২৪ | ৪:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক সংগঠন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বিজয় মাস উপলক্ষে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প শুরু হয়। এ সময় বিশেষজ্ঞ ৮ জন ডাক্তারের সহায়তায় মেডিসিন, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু, গাইনী রোগ বিষয়ে ফ্রি চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 

নুরুল আলম নামে একজন রোগী জানান, মানুষ মানুষের জন্য । এলাকার মানুষ যোগাযোগ ব্যবস্থার কারণে চিকিৎসা সেবা থেকে এমনি বঞ্চিত। এমনি মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকেরা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে।

 

এতে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পটিয়া উপজেলা শাখার সভাপতি মো. ইউসূফ, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, গন্ডামারা উন্নয়নপরিষদের সভাপতি এনামুল হক সিকদার মানিক, সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক উৎফল চৌধুরী সঞ্জয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মঈন উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা মো. কাজেম রেজা হোসাইনী, প্রকৌশলী নাছির উদ্দিন, সদস্য কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি, ডা. মো. জাহেদ হোসাইন, ডা. মো. আব্দুল মোস্তফা, ডা. মো. সিহাবুদ্দিন, অতিথি চিকিৎসক সাজ্জাদ হোসেন (উপল), কাজী সায়েমা তাহসিন, ইমন মহাজন। এছাড়া পরিষদের অন্যান্য সদস্য, সিপিপি এবং স্কাউট দলের সদস্যসহ কয়েকটি স্বেচ্ছাসেবক টিম উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট