চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আবুধাবিতে জাতীয় প্রবাসী দিবস পালন

ইউএই প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১৯ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান। 

 

দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর (লোকাল) লুতফুন নাহার নাজিমের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সাইফুল ইসলাম এবং প্রথম সচিব এস এম মাজহারুল ইসলাম।

 

এতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্ৰণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণ বিষয়ক কার্যক্রমের ওপর প্রস্তুতকৃত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে প্রবাসী কল্যাণে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা ও ২০২৪ সালের কার্যাবলী বিবরণ উপস্থাপন করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন।

 

দূতাবাসে প্রবাসীদের সেবার মান উন্নয়নে উপস্থিত প্রবাসীদের পরামর্শে অংশ নেন প্রকৌশলী আলী যাকারিয়া খান, প্রকৌশলী এ কে এম নিজাম, প্রকৌশলী মোহাম্মদ আলী, জাকির হোসেন খতীব, দিদারুল আলম, আবুল বশর, প্রকৌশলী মফিজুল ইসলাম, মিজানুর রহমান সোহেল প্রমুখ।

 

এতে আন্তর্জাতিক শিশু দিবস ও জাতীয় শিশু সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিশুদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করাহয়। এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতিয় প্রবাসী দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন প্রবাসী ও একটি সেচ্ছাসেবী সংগঠনকে উত্তরীয় ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের যত্নশীল হতে আহবান জানান। তিনি দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদেরকে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহবান জানান।

 

সবশেষে দেশি বয়েজ মিডিয়া, জিরো টু জিরো ফোর এবং প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এতে ‘সূর্যোদয়ে তুমি সূর্য অস্তেও তুমি..’ গানটির সাথে সাথে চিরায়ত বাংলার দৃশ্যচিত্র আঁকেন আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবদুল আওয়াল। পরিবেশনাটি উপস্থিত দর্শকদের চমৎকৃত করে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট