চট্টগ্রাম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সুন্নতে খতনা ক্যাম্প

বিজ্ঞপ্তি

২০ ডিসেম্বর, ২০২৪ | ১২:০৩ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের শিশুদের জন্য বিশেষ ছাড়ে সুন্নতে খতনা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

গত বুধবার দুই টাকায় স্কুলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী এই খতনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ধোপার দীঘিরপাড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল কাদের আল কাদেরীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে খতনা ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু হয়। ক‍্যাম্পটি পরিচালনা করেন ডা. মো. ইউসুফ।

এ সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, আমাদের এই সংগঠন সবসময় অসহায় ও সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা এই সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের শিশুদের জন‍্য এই খতনা ক্যাম্পের আনুষ্ঠানিকতা চট্টগ্রাম থেকে শুরু করেছি।

তিনি আরও বলেন, আমাদের এই কর্মকাণ্ড পর্যায়ক্রমে সারা দেশব্যাপী আমরা ছড়িয়ে দিবো। তাই সমাজের বিত্তশালীসহ সকলের সহযোগিতা বিশেষ প্রয়োজন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট