চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

পোশাকশিল্পের মালিকদের সঙ্গে জ্যাকের বৈঠক

শিল্পপতিদের নিয়ে পরিকল্পিত নগর গড়তে চান চসিক মেয়র

বিজ্ঞপ্তি

১৯ ডিসেম্বর, ২০২৪ | ৭:০০ অপরাহ্ণ

পোশাকশিল্পের মালিকদের সঙ্গে জ্যাকের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, দেশের পোশাকশিল্পের উন্নয়ন নিশ্চিত করতে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। আর এই আধুনিকায়নে বিশ্বের গার্মেন্টস মেশিনারিজ উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান জ‍্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মেজবান হলে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে চসিক মেয়র পোশাকশিল্প মালিকসহ ব্যবসায়ীদের নিয়ে একটি পরিকল্পিত নগরী গড়ার পক্ষে মত দেন। চট্টগ্রাম-ঢাকাসহ দেশের গার্মেন্টস মালিকদের সামনে নিত‍্যনতুন প্রযুক্তি বিভিন্ন মেশিন উপস্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জ‍্যাকের শীর্ষ কর্মকর্তাসহ পোশাকশিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গার্মেন্টস সেক্টরে রূপান্তর শুরু হয়েছে। সেই রুপান্তর ধারণ করে লক্ষ‍্যে পৌঁছাতে হবে। সেই লক্ষে পৌঁছানোর জন্য এফএম ও জ্যাক নতুন সেলাই মেশিনসহ নানা ধরনের মেশিনারিজ প্রস্তুত ও বাজারজাত করছে। বক্তারা গার্মেন্টস সেক্টরে ‘ছোট অর্ডার, দ্রুত প্রতিক্রিয়া এবং চাহিদা ভিত্তিক উৎপাদন’ এর মাধ‍্যমে এই লক্ষ‍্য অর্জন সম্ভব। নতুন মানের উৎপাদনশীলতায় বাংলাদেশে পোশাক উৎপাদনের ভবিষ্যতের জন্য পথ প্রশস্ত করতে পারে। জ‍্যাক গার্মেন্টস খাতের চলার পথ প্রশস্ত করতে নতুন মেশিন উদ্বোধনসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, জ‍্যাকের প্রতিনিধি ফজলে করিম লিটনসহ চীন থেকে আসা জ‍্যাকের শীর্ষ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট