চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সেন্টমার্টিনে হাত-পা-বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০২৪ | ৫:৩২ অপরাহ্ণ

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

দ্বীপের স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জিয়া বলেন, সেন্টমার্টিন উত্তরপাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে একটি অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে এমন সংবাদ শুনেছি। পরবর্তীতে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে টেকনাফ পাঠানো হয়েছে।

 

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট ও গেঞ্জি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি কক্সবাজার সদর হাসপাতাল‌ মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনা জানতে তদন্ত চলছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট