চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ড. ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৪ | ৪:০৫ অপরাহ্ণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

 

ডি-৮ সম্মেলনে যোগ দিতে বুধবার (১৮ ডিসেম্বর) মিশর যান ড. মুহাম্মদ ইউনূস।

 

ইউনুস-শাহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়। বাংলাদেশ নিয়ে পাকিস্তানের নতুন পরিকল্পনা, প্রস্তুত রোডম্যাপও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের অপেক্ষায় পাকিস্তান।

 

ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে। মিশর এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায়।

 

এবারের সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে ড. ইউনূস সেখানে যাচ্ছেন। এসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে।

পূর্বকোণ /এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট